নিজস্ব প্রতিবেদকঃ
মানবপাচারকারী একটি চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে সিআইডি। চট্টগ্রামে অভিযান চালিয়ে চক্রের সদস্য প্রতিক খন্দকার ও বাবুকে গ্রপ্তার করা হয় ।
এই ঘটনায় জড়িত আরো দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সিআইডি জানায়, গত জুনে সিআইডিতে মামলা আসলে তদন্ত করে একটি চক্রের সন্ধান পায় সিআইডি। চক্রটি মাদারটেক এলাকা থেকে এক নারীকে ঢাকা থেকে যশোর নিয়ে যায়। চাকরীর প্রলোভন দেখিয়ে ভারতে নেয়ার কথা ছিলো তাকে।
জানাযায়, গত বছরের নভেম্বরে বেনাপোল সীমান্তে একটি বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে ভারত পাচারকালে ভিকটিমকে উদ্ধার করা হয়।