নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
‘মুজিব বর্ষের শপথ,সড়ক করবো নিরাপদ,স্লোগানকে সামনে রেঁখে কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মো: মনিরুজ্জামানের নেতৃত্বে দিবসটির স্মরণে লিফলেট বিতরণ করা হয়। গত বুধবার (২১ অক্টোবর) ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ সড়কের দাবিতে আগামীকাল ২২ অক্টোবরকে সামনে রেঁখে বিভিন্ন শ্রেনীর গাড়ির পরিবহণ-হেল্পারদের মাঝে লিফলেট বিতরণ করে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
জানাগেছে, প্রতি বছরের ন্যায় এ বছরেও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ কর্মকর্তারা।এরই ধারাবাহিকতায় কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এবং এশিয়ান আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চালক, হেল্পপার যাত্রীদার মাঝে লিফলেট বিতরন করেন। এর পরই তিনি মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের কিভাবে শান্তি শৃংখলা ফিরিয়ে আনা যায়। সে সংক্রান্ত পথসভা করেন পুলিশ ফোর্সের সকল কর্মকর্তারা। আরও জানাগেছে, মহাসড়কে চুরি,ছিনতাই,ডাকাতির মতো ঘটনা যেন না ঘটতে পারে। সে বিষয়ে তার থানা সদা তৎপর। মহাসড়কে কোন ভাবেই থ্রি হুইলার চলতে দেয়া হবেনা মর্মে পুনরায় সবাইকে সতর্ক করেন।
এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মহাসড়কের প্রতিটি প্রাণ কেন্দ্রে দিবসটি পালনের মাধ্যমে সকলকে সতার্ক বার্তা দিতে চাই। আমরা আর সড়ক দুর্ঘটনা চাই না। তাই সকলের সহযোগীতা নিয়েই মহাসড়কে শৃখলা ফিরিয়ে আনতে হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী সভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়। একই বছরের ২২ অক্টোবর বাংলাদেশে প্রথম জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।