প্রকাশ সরকার সুমন♦♦
তীব্র তাপ প্রবাহে রাজধানীর যাত্রাবাড়ীতে পথচারী, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।
দয়াল ভরসা মৎস্য বাজারের আয়োজনে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাইকারি কাঁচামালের আড়ৎ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি লায়ন শ্রী দ্বিবেন্দু রায় ভুলু বাবুর সার্বিক ব্যবস্থাপনায় বুধবার সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দয়াল ভরসা মৎস বাজারে এ শরবত বিতরণ করা হয়।
এ সময় তৃষ্ণার্ত মানুষেরা ঠান্ডা শরবত পান করে আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা জ্ঞাপন করেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এইচ এম বাবুল, হুমায়ুন কবির ভূঁইয়া, তোফাজ্জল হক, কবির হোসেন, শাহেদ, আবেদুল, শফিকুল ইসলাম বাচ্চু ও বিজয় রায় সহ অন্যরা।
লায়ন শ্রী দিব্যেন্দু রায় ভুলু বাবু বলেন, গত কয়েক দিনের তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
এই তীব্র তাপদাহের মধ্যেও শ্রমজীবী ও কর্মজীবী মানুষেরা জীবিকার সন্ধানে ছুটছে। পথ চলাকালীন সময়ে প্রত্যেকেরই ভীষণ পিপাসা লাগছে।
তীব্র ক্ষড় তাপে তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। যতদিন তীব্র তাপ প্রবাহ থাকবে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।