অনলাইন ডেস্ক:
যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে জবির সাবেক ৯ ছাত্রলীগ নেতা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি শনিবার ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ ওই কমিটিতে স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ৯ ছাত্রলীগ নেতা। তাদের মধ্যে যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তিন জন। তারা হলেন-জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আল সাইফুল ইসলাম সোহাগ, জবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরউদ্দিন খসরু, জবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান চপল।
এছাড়া ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নেতা হারিস হাসান সাগর পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন, উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হয়েছেন জবি ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হয়েছেন জবির সাবেক ছাত্রলীগ নেতা রওশন জামির রানা, কেন্দ্রীয় ছাত্রলীগের অর্থ সম্পাদক তোফায়েল সহ-সম্পাদক, সহ-সম্পাদক হয়েছেন জবির সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান পিন্টু এবং জবির সাবেক সহ-সভাপতি হিমেলুর রহমান হিমেল সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।