মো:মুক্তার হোসেন,রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীর শালবাগান একটি পচা ডোবায় এক ব্যক্তিকে ভাসতে দেখে এলাকাবাসী মনে করে লোকটি মারা গেছে এবং লাশ ভেবে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে এসে লাশ বলে লোকটিকে তুলতে গেলে সে বলে আমি বেঁচে আছি। এরপর তার মুখ থেকেই জানা যায় সে একজন চোর।
চোরটি জানায়, রবিবার গভীর রাতে সে বিজিবি হেডকোয়ার্টার পাশে প্রাচীর টপকে প্রবেশ করে একটি গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে আসার সময়ই প্রাচীর টপকে নামার সময় অন্ধকারে ডোবাতে পা পিছলে পড়ে যায়। এরপর ডোরবার বিষাক্ত পানির গন্ধে সে বেহুশ হয়ে যায়। পুলিশ জানিয়েছে সে একজন চোর। চুরি করার সময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণেই এই ঘটনা ঘটেছে।
পরে পুলিশ চোরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।