রাজশাহী প্রতিনিধি:
বৃষ্টি আর উজানের ঢলে নদ-নদীর পানি বেড়ে রাজশাহী ও নাটোরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলার বন্যা নিয়ন্ত্রণের ৪টি বাঁধ উপচে ঢুকছে বানের পানি। ২৫টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ২ হাজার মানুষ।
নাটোরে আত্রাই নদীর পানিতে সিংড়া, নলডাঙ্গা ও গুরুদাসপুরের নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা সদরের সাথে বিচ্ছিন্ন ৪টি ইউনিয়নের সড়ক যোগাযোগ। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার কমপক্ষে ৫০ হাজার মানুষ পানিবন্দি। তলিয়ে গেছে প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল।
এদিকে, নওগাঁর আত্রাই ও মান্দা উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত বলছেন বানভাসি মানুষ।