নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় গত (২৮ জুলাই) বিকেল ৫ ঘটিকার সময় দেলপাড়া গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যাব-১১, সিপিএসসি’র অভিযানে ১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ একজন নারী মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। জানাগেছে, গ্রেফতারকৃত আসামী মোসা: পিংকি আক্তার (২২), সাং শ্রীনগর বালাসুর, জেলা মুন্সিগঞ্জ।
অনুসন্ধানে জানাযায়, আসামী মোসা: পিংকি আক্তারের বাড়ী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাসুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে ফতুল্লাহ আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে সে আরও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বাংলাদেশে বাণিজ্যিক হিসেবে নিয়ে আসেন। বিশেষ করে অনেক কৌশল অবলম্বনে পরিবহন নিয়ে আসতেন তিনি। ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তার মাদক ব্যবসায়ী পেশাকে।
এবিষয়ে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী বলেন, মোসা: পিংকি আক্তার অনেক সক্রিয় একজন মাদক ব্যবসায়ী, তাকে অনেক কৌশল অবলম্বন করে ধরতে সক্ষাম হয়েছি। এখন তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।