রাজবাড়ী প্রতিনিধি◊◊
রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবারও প্রায় ১ হাজার গরিব হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করলো বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া-ফিরোজা বেগম ফাউন্ডেশন।
শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ৪টায় উপজেলার আলীপুর ইউনিয়নে প্রায় ১ হাজার কম্বল গরিব ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
তীব্র শীতে কম্বল পেয়ে হাসি ফুটেছে এসব দরিদ্রদের মুখে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী ইরাদত আলী,সাধারণ সম্পাদক রাজবাড়ি জেলা আওয়ামী লীগ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ইরাদত আলী বলেন, মিলন আমার বহুদিনের পরিচিত। সে খুব ভালো মনের মানুষ।সে সবসময় মানুষের ভালো করার চিন্তা করে।আপনারা মিলনের জন্য দোয়া করবেন।আমার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীপুরের কৃতি সন্তান মহিদুল ইসলাম উপ-কর কমিশনার, চট্টগ্রাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনাদের জন্য অনেক বেশি কিছু করতে ইচ্ছা করে কিন্তু সামর্থের অভাবে সামান্য কম্বল উপহার হিসেবে দিচ্ছি ।এই উপহার আপনাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন।আমার বাবা আপনাদের শিক্ষক ছিলেন এবং জীবনের শেষদিন পর্যন্ত আপনাদের সেবা করেছেন। তাই তারই ধারাবাহিকতা রক্ষা করা সন্তান হিসেবে আমাদের দায়িত্ব বলে মেনে নিয়েছি।
এতে সভাপতিত্ব করেন, বজলুর রশিদ মিঞা মিলন।তাঁর বক্তব্যে তিনি বলেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি।আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন সারাজীবন এভাবেই আপনারদের পাশে থেকে আপনাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে পারি।আপনাদের যেকোনো সমস্যা আমাকে জানাবেন, আমি সাধ্যমতো আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো।আমার জন্য দোয়া করবেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এস এম নোয়াবালী, জেলা আওয়ামীলীগ নেতা হলি দত্ত ও সাইফুল ইসলাম সোহাগ এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান মিয়া সোহেল, সংগঠনের সভাপতি ও বারবাকপুর স্কুলের শিক্ষক ফারুক হোসেন প্রমূখ।