শরীয়তপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর সকাল ১০ ঘটিকার শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিন পাশে ধানুকা বালুর মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।শরীয়তপুর সদর উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পৌরসভা যুবদলের সভাপতি কামাল হোসেন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান ভূট্রু মজুমদার, বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সদর উপজেলা যুবদলের সভাপতি মোঃ কুদ্দুস সরদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ মোল্লা, যুবদল নেতা মোঃ বাচ্চু চৌধুরী, যুবদল নেতা হেমায়েত হোসেন লাবলু খান, যুবদল নেতা আনোয়ার হোসেন সরদার,স্থানীয় মুরুব্বি আঃ লতিফ ঢালী, যুবদল নেতা নাছির উদ্দিন ঢালী, যুবদল নেতা মোঃ মহসিন হাওলাদার, শরীয়তপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন ঢালী প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলসহ হাজারো নেতাকর্মী প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান ভূট্রু মজুমদার বলেন, বর্তমান সরকার অবৈধ স্বৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই অবৈধ সরকারকে বিদায় জানিয়ে বাংলাদেশের গনতন্ত্র ফিরিয়ে এনে বাংলার মানুষকে মুক্ত করতে হবে, তাই সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া উপস্থিত অন্যেন্য নেতাদের বক্তব্যেও ছিলো অবৈধ আওয়ামীলীগ সরকারকে হটানোর।