শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুজন দোয়াল গ্রামের আঃ জলিল মাদবর (৭০) ও বারেক খান (৫৫) কে পূর্ব শত্রুতার জের ধরে আটক করে বেদম প্রহার করে পরে ককটেল দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে।
এঘটনাটি ঘটেছে ১৮ জানুয়ারী সোমবার রাত ১০ ঘটিকার দিকে ডোমসার ইউনিয়নের খিলগাঁও গুদারা ঘাট এলাকায়।
পরিবার ও মামলা সূত্রে জানাযায়, জলিল মাদবর কোটাপাড়া তার বেয়াইর কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে ডোমসার ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মতি ছৈয়াল, মানিক মাদবর,শাহজাহান মাদবর তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদের আটক করে বেদম প্রহার করে জলিল মাদবরকে এরপর তারা পালং মডেল থানা পুলিশে সোপর্দ করে।
পালং মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে, জলিল মাদবরের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা প্রেরন করেন।
এদিকে বারেক খান পুলিশি হেফাজতে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিথ্যা অভিযোগে মারধর করে ককটেল দিয়ে ফাঁসানোর ঘটনায় ভূক্তভোগীর বেয়াই আব্দুল মোমিন খান বলেন, আমরা পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এঘটনায় পালং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আতিক উল্লাহ জানান বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।