শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের খোড়াতলা গ্রামের মৃত হাবিব মাদবরের ছোট ছেলে সাংবাদিক মাসুদ রানা জলিল হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১লা ডিসেম্বর মঙ্গলবার বিকাল চার ঘটিকার মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি…..ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার শরীয়তপুর জেলা ব্যুরো চিফ হিসেবে দায়িত্বরত ছিলেন।মাসুদ রানা জলিল দীর্ঘ দিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। তার লেখনীর মাধ্যেমে অনেক বড় বড় সমস্যার সমাধান করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।মাসুদ রানা জলিল মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে এবং তার মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।২ ডিসেম্বর বুধবার সকাল ৮:৩০ ঘটিকায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়৷