পঞ্চগড় প্রতিনিধি♦♦
শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে দেয়ালে দেয়ালে গ্রাফিতি লিখেছিলেন শিক্ষার্থীরা। সরকার পদত্যাগ ও নতুন সরকার গঠনের পর আগের গ্রাফিতি মুছে সেই দেয়ালে এখন বিজয়ের চিহ্ন, ক্যালিগ্রাফি লিখছেন তারা।
দেয়াল লিখন ও ক্যালিগ্রাফিতে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পর্যটনস্পট ডাকবাংলো পিকনিক কর্ণারের দেয়ালগুলো রাঙিয়ে তোলেন তারা।
সরেজমিনে দেখা যায়, রবিবার থেকেই শিক্ষার্থীদের অনেকে দেয়াল দেয়াল পরিষ্কার করছেন, কেউ কেউ রঙ মিশানোর কাজ করছেন, কেউ দেয়ালে লিখছেন।
সরেজমিনে দেখা যায়, রবিবার থেকেই শিক্ষার্থীদের অনেকে দেয়াল দেয়াল পরিষ্কার করছেন, কেউ কেউ রঙ মিশানোর কাজ করছেন, কেউ দেয়ালে লিখছেন।
এসব চিত্রে দেখা গেছে ক্ষমতা নয় সমতা চাই, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, ২৪-এর গণঅভ্যুথানসহ বিভিন্ন শ্লোগান।
সারাদেশে ঘটে যাওয়া নজিরবিহীন গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে পঞ্চগড় জেলার বিভিন্নস্থানে দেয়ালে চলছে শিক্ষার্থীদের অভিনব এই কর্মসূচী।
সেই কর্মসূচীর অংশ হিসাবে গত সোমবার দুপুর ১২ টায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আয়োজনে তেঁতুলিয়া উপজেলার পর্যটনস্পট ডাকবাংলো পিকনিক কর্ণারের এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কাজের উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন অনেকেই ।
চিত্রশিল্পী হাসনাত সোহাগ জানিয়েছেন, সকাল থেকেই তেঁতুলিয়ার পর্যটনকেন্দ্র ডাকবাংলোর পিকনিক কর্ণারের দেয়ালগুলোতে অঙ্কন করেছি। এতে অংশ নিয়েছে পঞ্চগড়ের বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। আমি ও তানিন ভাইসহ সিনিয়র কয়েকজন ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তারা বেশ উৎসাহ নিয়ে কাজ করেছে। তবে পর্যাপ্ত ফান্ড না থাকায় ওরা রং কিনতে পারেনি। এটা খারাপ লেগেছে। শুভানুধ্যায়ীরা এগিয়ে এসে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা উচিত। ওরা অনেক কিছু করতে পারে। ওরা চাইলেই অনেক কিছু করতে পারে, এজন্য প্রয়োজন উৎসাহ ও সঠিক নির্দেশনা।
এ সময় ছাত্র আন্দোলনের সমন্বয়ককারীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা রাষ্ট্রে কোন সম্পদ ধবংশ করনি। আমরা রাষ্ট্রের সম্পদ ধ্বংশ করছিনা আমরা রাষ্ট্রেকে সংস্কার করছি। জুলাই মাসে অসংখ্য ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত এই সফল গণঅভ্যুত্থান একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাব
Tags: শিক্ষার্থীদের