বাংলাদেশে বর্তমানে প্রচলিত বিভিন্ন শিক্ষাধারার সঙ্গে প্রবাহিত অন্তর্নিহিত বৈষম্য দূর করতে হবে। মনে রাখতে হবে শিক্ষাব্যবস্থা শুধু একটি প্রতিষ্ঠিত কাঠামো নয়, বরং একটি উন্নয়নপ্রক্রিয়া।’
গতকাল (১৯ মে) সোমবার রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত শাপলা শিল্পী উন্নয়ন সংস্থা আয়োজিত শিল্পীদের মিলনমেলায় উদ্বোধকের বক্তব্যে তিনি এ দাবি জানান।
সংগঠনের সভাপতি সফিকুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আবদুস সালাম মামুন।
বিচারপতি আবদুস সালাম মামুন বলেন, ‘আমাদের আশা-আকাঙ্ক্ষা, উদ্দীপনার ধারক ও বাহক আমাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি।’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করতেন আমাদের সংস্কৃতি আমাদের দেশজ কৃষ্টির ধারক ও বাহক। সংস্কৃতির বিকাশে তিনি নানা উদ্যোগ নিয়েছিলেন। আমরা তাঁর কাছে ঋণী।’