আনিছ আহমেদ,শেরপুর◊◊
“উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে শ্রীরবদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ সভার আয়োজন করা হয়।
শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র আবু সাঈদ এর সভাপতিত্বে এবং ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি মোদকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা আ”লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শ্রীবরদীর পৌর সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল আহম্মেদ, পৌর ছাত্রলীগের সদস্য হারুন আহম্মেদ, ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এর নেতৃত্বে প্রায় দুই সহাস্রাধিক মানুষ শ্রীবরদী পৌর শহরের প্রধান সড়কে শোভা যাত্রা সহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন।
Tags: শেরপুর