নিজস্ব প্রতিবেদক:
শৈত্যপ্রবাহে বেশি কাঁপছে গোটা গ্রাম বাংলার মানুষ। সামান্য বিরতি দিয়ে রাজশাহীসহ গোটা ফের মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জানাগেছে,তিনদিনের ব্যবধানে রাজশাহীর তাপমাত্রা নেমে এসেছে এক অংকে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন এই তাপমাত্রা আরও কমবে বলেও জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।
এর আগে গত ১১ জানুয়ারি রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, ১২ জানুয়ারি ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং ১৩ জানুয়ারি ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।-বাংলানিউজের সৌজন্যে।