মো:মুক্তার হোসেন,রাজশাহী:
রাজশাহী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকটি রোগী হাসপাতালে চিকিৎসাসেবা না পেয়ে ফেরত চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি সব রোগের ওষুধ হিসেবে প্যারাসিটামল ও হিস্টাসিন দেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা।
চিকিৎসা নিতে আসা মরজিনা বেগম জানান, হাসপাতালে চিকিৎসাসেবা না পেয়ে ফেরত চলে যেতে হয়। এছাড়াও হাসপাতালের সকল রোগের চিকিৎসা হচ্ছে প্যারাসিটামল ও হিস্টাসিন দিয়ে।
আরেক সেবাপ্রার্থী গুলনাহার অভিযোগ করে বলেন, আমিসহ আরো কয়েকজন বিভিন্ন রোগের চিকিৎসা নিতে এসেছিলাম কিন্তু আমাদের সবাইকে দেওয়া হয়েছে প্যারাসিটামল ও হিস্টাসিন
ভুক্তভোগীরা বলেন, হাসপাতাল যদি এইভাবে চলে তাহলে আমরা গরীব অসহায়রা কোথায় গিয়ে চিকিৎসা নিব?
সচেতন মহলের লোকজন জানান, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান আগে অনেক ভাল ছিল, কিন্তু গত এক বছরেই ভেঙে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান। তারা আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে উন্নত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কিন্তু কিছু অসাধু অর্থলোভী ব্যক্তিদের জন্য অনেকটাই পিছনে পড়ে যেতে হচ্ছে তাকে। এছাড়াও এই হাসপাতালে জেনারেটর খরচ বাবদ এক বছরে এক লক্ষ টাকা বিল দেখানো হয়েছে কিন্তু গত এক বছরে দিনো চালু হয়নি হাসপাতালে দুইটি জেনেরেটর এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডক্টর আসাদুজ্জামান এর সরকারি গাড়িতে করে। দামি দামি ঔষধ পাচারের অভিযোগ পাওয়া যায়।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামানের কাছ থেকে জানতে চাইলে তিনি এসব বিষয় অস্বীকার করেন।