জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ সাটুরিয়া প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ, ধানকোড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফের উপর সন্ত্রাসীদের পৈশাচিক হামলার প্রতিবাদে সাটুরিয়া উপজেলা ছাত্রলীগ আজ সকালে পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গোলরা হাইওয়ে থানা পুলিশ স্টেশনের সামনে উপস্থিত হতে থাকে। এসময় করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনের লোকজন এসে মানববন্ধন কর্মসূচি বন্ধ করার জন্য অনুরোধ জানান। এরপর নেতৃবৃন্দের মধ্যে মানববন্ধন কর্মসূচি স্থগিত করবে কি করবে না এই নিয়ে আলোচনা চলতে থাকে। ইতিমধ্যে সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং নেতৃবৃন্দদের শান্ত হওয়ার জন্য আহ্বান জানান । এ সময় নেতৃবৃন্দগন এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের লোকজন নেতৃবৃন্দদের সাথে পাশ্ববর্তী চায়ের স্টলে বসে অনেক উপদেশ মূলক কথা বলেন এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন।
সর্বশেষ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ও সাটুরিয়া থানা পুলিশ প্রশাসনের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বাসের প্রেক্ষিতে নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।