বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু’র উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগষ্ট) বিকেলে বন্দর থানাধীন ১নং ঢাকেশ্বরী বাজার এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, নাসিক’র ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রহমত উল্লাহ,আওয়ামীলীগ নেতা সোয়েব মোঃ লিটন,হাজী শাহজাহান, মোঃ রফিক, ছাত্রলীগ নেতা আরাফাত জুম্মন, স্বেচ্ছাসেবকলীগ নেতা কাউসার আহমেদ সানজু, শেখ শাওন মনি প্রমূখ। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য ভোজনের আয়োজন করা হয়।