এস.কে মাসুদ রানাঃ
মাদকের শুরু মানেই একটি স্বপ্নের মৃত্যু, একটি জঙ্গির জন্ম মানেই একটি জাতির মৃত্যু, তাই আসুন আমরা সবাই মিলে মাদক এবং জঙ্গির বিরুদ্ধে রুখে দাড়াই’। এই শ্লোগান কে সামনে রেখে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সূধী সমাজ, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুকের সভাপতিত্বে ‘ওপেন হাউজ ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, (পিপিএম-বার)।ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসপি জায়েদুল আলম বলেন, আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেই নি দিবোও না। মাদককে নির্মূল করতে হলে আমাদেরকে পারিবারিক ভাবে সোচ্চার হতে হবে। সিদ্ধিরগঞ্জে কোনো মাদক, ভূমিদস্যু, বালু সন্ত্রাসী ও ঝুট সন্ত্রাসীদের স্থান হবে না। সে যে দলেরই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানান এসপি জায়েদুল। এসময় উপস্থিত সাধারণ মানুষের কাছে সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনেন এসপি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক নসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু প্রমূখ।