সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল ৬নং রোডস্থ ১নং ওয়ার্ড এলাকায় ডিএনডি খালের সরকারী জায়গায় অবৈধ ভাবে নির্মাণকৃত বহুতল দশ তলা ভবন ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছেন সেনাবাহিনী। গত সোমবার(৭ ডিসেম্বর) সকালে হিরাঝিল এলাকার হোল্ডিং-৫০ বøক-এ রোড-৬ আ/এ হাজি জামান মঞ্জিল ভবনের দশতলা ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছেন প্রকল্প কর্তৃপক্ষ সেনাবাহিনী কর্মকর্তারা। সরকারী জায়গায় এধরনের অবৈধ ভাবে শতাধিক ভবন নির্মাণের ফলে প্রকল্পের কাজ অনেকটা থেমে ছিলো। যার ফলে সরকারী দ্রæত কাজের অনেক অংশে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এতে প্রকল্পের যে মেয়াদ সরকারী ভাবে নির্ধারণ রয়েছে, সে মেয়াদে কাজ উঠানো অনেক অংশে কঠিন বলে মনে করেন সচেতন মহল।
সরেজমিন ঘুরে দেখাগেছে, ডিএনডি প্রকল্পের উন্নয়ণ কাজের জন্য আদমজী সড়ক বন্ধ হওয়ার কারণে। আদমজী শিল্প অঞ্চলের হাজার হাজার গার্মেন্টস্ শ্রমিক কর্মচারীরা হিরাঝিল ৬নং রোড দিয়ে যাতায়াত করাতে। উক্ত ভবন ভেঙ্গে ফেলার দায়ে অনেক অংশে ঝুঁকিও রয়েছে । কারণ দেয়ালের প্রতিটি অংশ ভেঙ্গে ফেলার দায়ে। উপর থেকে নিচে পরে মানুষের শরীরে লাগারও সম্ভবনা রয়েছে বলে দেখাযায়।
জানাগেছে, ২০১৭ সালের ৮ ডিসেম্বর ডিএনডি খালের এ প্রকল্প উদ্বোধন করা হয়েছিলো। এধরনের গুরুত্বপূর্ণ প্রকল্প প্রজেক্টের দায়িত্ব প্রদান করা হয় সরকারী ভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে। যার কারণে সেনাবাহিনী তাঁদের আওতায় থাকা দখল দারিত্ব ভুমি চিহ্নিত আকাড়ে মেপে বুঝে নিলে। এতে করে এলাকার ভুমিদস্যুরা বাঁচার জন্য সরকারী কিংবা রাজনৈতিক দপ্তরে দৌঁড়ঝাঁপ শুরু করেন তদবীরের জন্য। আরও জানাগেছে, শেষ উপায় খুঁজে না পেঁয়ে হাইকোর্ট কিংবা সুপ্রিমকোর্টে, এধরনের অবৈধ ভাবে এলাকায় বহুতল ভবন ভেঙ্গে ফেলার না শর্তে ‘রিটপিটিশন, মামলা করে দেওয়ালে লটকায়ে রাখেন। কিন্তু শেষ মেষ কোন ভাবে উপায় হলোনা ভবন বাঁচানোর জন্য। অবশেষে হাজি জামান মঞ্জিলটি সেনাবাহিনী ভেঙ্গে ফেরার কাজ শুরু করেছেন। এধরনের যতপ্রকার ডিএনডি খালের আওতায় অবৈধ ভবন রয়েছে। সকল ধরনের ভবন ভেঙ্গে ডিএনডি খালের জায়গা দৃশ্যমান করা হবে বলে জানাগেছে।
এবিষয়ে হাজি জামান মঞ্জিল মালিক বলেন, আমি অনেক পরিশ্রমের বিনিময়ে এ ভবনটি করেছিলাম। কিন্তু আমার ভবনটি সেনাবাহিনী ভেঙ্গেচুরে তছনছ করতে আছেন। তাঁদের বলছি আমি ভাঙবোনা, আপনারা আমার ভবন ভেঙে ফেলেন। এবং আমার ভবন নিয়ে সুপ্রিমকোর্টে একটি রিটপিটিশন মামলা করে দেয়ালে লটকানো হয়েছিলো বলে জানান তিনি।