সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উত্তর আজিবপুর কোনাপাড়া রেললাইন এলাকায় পূর্বের শত্রুতার জের ধরে বাড়ীতে হামলা চালিয়ে স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যায় এমন আভিযোগ পাওয়া যায়।গত সোমবার(৭ ডিসেম্বর)রাত ১০ ঘটিকার সময় এই ঘটনা হয়। ঘটনার সূত্র থেকে জানা য়ায় উত্তর আজিবপুর কোনাপাড়া রেললাইন এলাকার রেন্ট-এ কার ব্যবসায়ী মোঃ মিজানের বাড়ীতে হামলা করে একই এলাকার ও তাদের প্রতিবেশী মৃত মান্নার মিয়ার দুই ছেলে মোঃ সাদ্দাম (২৮),মোঃসাব্বির(২৯),আব্দুল রব মিয়ার ছেলে বিল্লাল(২৯),আকাস মিয়ার ছেলে মোঃ হেলাল(২৯) আতরর্কিত হামলা করে মিজানের স্ত্রী শাহানাজ আকতার(২৮)ও তার এক বছরের শিশু কন্যা সন্তান কে গুরুতর আহত করে।বাড়ীর প্রধান ফটক ভেঙ্গে তাদের উপরে হামলা করে ও ঘরের ভিতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে এবং আলমারী তালা ভেঙ্গে সাড়ে তিন লক্ষ টাকা ও ১২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে য়ায়। বাড়ীর মালিক মোঃ মিজান জানান যে তারা আমাদের বাড়ীর সীমানার জায়গা প্রায় ২৫ বছর দরে দখল করে আছে। আমি যখন জমি চাইতে যায় তখন তারা দলবদ্ধ হয়ে আমার বাড়ীতে হামলা করে। গত ১-০৯-২০২০ তারিখে আমার উপরে ও বাড়ীতে থাকা লোক জনের উপরে হামলা করে এবং সিদ্ধিরগঞ্জ থানায় আমি আমার জীবনের ও পরিবারের নিরাপত্তা জন্য জিডি করি যাহার নং-৪৫। এই ঘটনার রেস না কাটতে গত সোমবার রাতে ৭-১২-২০২০ আবার তারা দলবদ্ধ হয়ে আমার উপরে আমার স্ত্রী ও সন্তান দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং তারা বলে বেশী বাড়াবাড়ী করলে গুম করে শীতালক্ষ্য ফেলে দিবে।মারামারি ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আভিযোগ দেয় ভুক্তভোগী মোঃ মিজান যাহার নং-৬৯১১।
আভিযোগ তদন্তকারী এস আই মোঃ ফারুক হোসেন বলেন গত কাল একটি আভিযোগ পেয়েছি তা আমি ক্ষতিয়ে দেখব।