সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত ৯ ঘটিকার সময় পাইনাদী পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, বিশেষ অতিথি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক , সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী,উক্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন ১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতা মোঃ মাসুদ রানা, সিদ্ধিরগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত সাধরন সম্পাদক জহিরুল ইসলাম, শিমরাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম,যুবলীগ নেতা হুমায়ূন কবির,যুবলীগ নেতা টাইগার ফারুক,যুবলীগ নেতা বুলবুল আহমেদ, আওয়ামী লীগ নেতা ইলিয়াছ মোল্লা, আলমগীর, মজিদ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তাব্যয় বলেন, মাদক সমাজের জন্য মরণব্যাধি, যুব সমাজকে খেলাধুলায় আগ্রহ সৃষ্টি করতে হবে , তাহলে লেখাপড়া ও ভাল কাজের প্রতি মনোযোগি হবে।এই ওয়ার্ডে যত মাদক সেবক আছেন তাদেরকে হুশিয়ারি উচ্চারণ করে সাবধান করেন,অন্যথায় আপনারা যদি সাহস না পেয়ে থাকেন, তাহলে আমার মাধ্যমে লিষ্ট দেন।আমি থানার ওসি সাহেবকে দিয়ে এই ধরনের মাদক ব্যবসায়ীদের আইনি ব্যবস্থা গ্রহন করবো বলে জানান তিনি।
এ সময় কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় বলে জানাগেছে।