সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এসও ঘাট সংলগ্নে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি সক্রিয় টিম দুইজন পরিবহণ চাঁদাবাজকে গ্রেফতার করেন। গত(২০ আগষ্ট) বিকালে র্যাব-১১’র সিপিএসসি’র অভিযানে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও ঘাট এলাকায় খবির উদ্দিন ভ্যারাইটিজ ষ্টোরের সম্মূখে। পাকা রাস্তার উপর চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে দুইজন চাঁদাবাজ চক্রের সদস্য’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো মো: তহিদুল ইসলাম পিয়াস (২৮) ও মো: পারভেজ হোসেন @ দীন ইসলাম (২৬) এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ২৬’শ পয়তাল্লিশ টাকা, তিনটি চাঁদা আদায়ের রশিদ বহি ও একটি চাঁদা আদায়ের রেজিষ্টার বহি উদ্ধার করা হয়।
এবিষয়ে ট্রাক চালক ও গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি ট্রাক থেকে ১’শ টাকা থেকে ১’শ পঞ্চাশ টাকা পর্যন্ত অবৈধ ভাবে চাঁদা আদায় করেন দীর্ঘ বছর। আরও জানাগেছে, দীর্ঘদিন ধরে মাজহারুল ইসলাম সুমনের নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে, এসও ঘাট এলাকায় চলাচলরত ভারী পণ্য বোঝাই ট্রাক ড্রাইভার ও হেলপারদের নিকট হতে গুরুত্বর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করেন। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ পরেন।
এবিষয়ে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী( পিপিএম) বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবং এধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সর্ব সময় সক্রিয় থাকবো বলে জানান তিনি।