সিদ্ধিরগঞ্জ থানার দুই সহকারী উপ–পরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে শহরের মাসদাইর এলাকার পুলিস লাইন্সে যুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩নং ওয়ার্ডের (সিদ্ধিরগঞ্জ অঞ্চল) নিমাইকাশারী এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালান এএসআই রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম এবং পুলিশ সদস্য আরিফ হোসেন ও শাহ আলম। তখন আটকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসামিদের ছেড়ে দেন তারা। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতনরা জানতে পেরে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। তবে নিয়মিত কার্যক্রম হিসেবেই বদলি করা হয়েছে। এটা পুলিশের নিয়মিত কর্মসূচি। প্রতি মাসেই বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যদের বদলি করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।’