অদিত্য রাসেল,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ জমজ ভাইবোনের ১ম জন্মদিন পালন করছে তাদের পরিবার। আনন্দ ও নানা আয়োজনের মধ্য দিয়ে এ জমজ ভাই বোনের জন্মদিন পালন করা হয়।
রবিবার (১৬ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দ্বারিয়াপুর নিজ বাড়ীতে এ জন্মদিন পালন করা হয়।
যাদের জন্মদিন পালন করা হল, ফাইমান, সাইফান, ইকরা ও ইলমা।
জানা যায়, শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর ট্যাক পাড়ার ব্যবসায়ী ইকবাল হোসেন দুলাল ও শাপলা খাতুন দম্পতির জমজ ৪ সন্তান গতবছর ১৫ই আগষ্ট ঢাকার লালমাটিয়ার একটি হাসপাতালে জমজ দুই ছেলে ও দুই মেয়ে জন্মগ্রহণ করে। একই সাথে ৪ জমজ শিশুর জন্ম অস্বাভাবিক হলেও তারা জন্মের পর থেকেই সুস্থ রয়েছে। আজ প্রথম জন্মদিন পালন করা হয়েছে।
জমজ সন্তানদের বাবা ইকবাল হোসেন দুলাল জানান, ১৫ই আগষ্ট আমার সন্তানদের প্রথম জন্মদিন হলেও একই দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী হওয়ায় আজ ১৬ই আগষ্ট সন্তানদের জন্মদিন পালন করেছি।