নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় র্যাব-১১’র বিশেষ অভিযানে দুইজন সক্রিয় জঙ্গী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে সোনারগাঁও থানাধীন আষাঢ়ের চর এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো- মো: কামরুল হাসান ভুইয়া (২৫) ও মোজাহিদ হাসান (২০)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে মোবাইল ফোন, উগ্রবাদী বই ও উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়।
অনুসন্ধানে জানা যায় , আসামী মো: কামরুল হাসান ভুইয়া (২৫), পিতা-মোঃ ময়নাল হোসেন ভুইয়া ও মোজাহিদ হাসান (২০), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম। এদের বাড়ির স্থায়ী ঠিকানা সাং-গোপালনগর, পোষ্ট-রামমোহন, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা।
আসামী মো: কামরুল হাসান ভুইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়ালেখা করা অবস্থায় জঙ্গিবাদে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে এসব পড়ালেখাকে হারাম মনে করে বাড়ি ফিরে আসে ও পুরোপুরিভাবে জঙ্গি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়। অপর আটককৃত মোজাহিদ হাসান ঢাকা সিটি ইউনিভার্সিটি ও ঢাকায় কম্পিউটার প্রকৌশল বিভাগে পড়ালেখা করে। দেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করাই এদের চূড়ান্ত লক্ষ্য বলে জানায়। এ লক্ষ্যে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামে যোগদান করে এবং পরবর্তীতে সংগঠনের নারায়ণগঞ্জ ও কুমিল্লা এলাকার মাসুল হিসেবে দায়িত্ব পায়। অন্যান্য সদস্যদের নিয়ে বড় ধরণের নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করে আসছিলো। এছাড়া সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য টেলিগ্রাম আইডি, প্রোটেক্টেড টেক্সট, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভুয়া ফেইসবুক আইডি, ফেইসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে।
আরও জানাযায় , তারা কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশে পাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার স্বশরীরে ও অনলাইনে মিলিত হয়ে জেল হতে আটককৃত সদস্যদের মুক্ত করা, নাস্তিক ব্লোগারদের হত্যা, সরকারী গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের হত্যা ও সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে আসছিলো।
এবিষয়ে র্যাব-১১’র সিনিয়র এএসপি মো: সুমিনুর রহমান জানান, এধরনের অভিযুক্তদেরকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হই। এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে বলে জানান তিনি।