সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
আঃ হান্নান ওরফে হান্নান প্রধান সিদ্ধিরগঞ্জে শিমুলপাড়া সোনামিয়া বাজার এলাকার ইউছুফ এর ছেলে। পেশায় চোরাই তেল ব্যবসায়ী হলেও তিনি একটি পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি পরিচয় দিয়ে থাকেন। তার সাথে যোগ দিয়েছেন সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার গাড়ী চালক, মাদক ব্যবসায়ীসহ কয়েক জন টাউট শ্রেনীর লোক। ঐ টাউটরা মিলে জাতীয় সাংবাদিক সংস্থার সিদ্ধিরগঞ্জ থানা কমিটি গঠন করেছে। ঐ কমিটির সভাপতি করা হয়েছে আঃ হান্নান ওরফে হান্নান প্রধানকে। তার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় খোঁজ খবর নিয়ে হত্যাসহ ১১ মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মাদক ও বিস্ফোরক দ্রব্যসহ বিশেষ ক্ষমতা আইনে মামলাও রয়েছে।
এলাকাবাসী জানায়, আঃ হান্নান ওরফে হান্নান প্রধান ছিলেন বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করা নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর একাধিক মামলার আসামী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মন্ডলের সহযোগি। সিরাজ মন্ডলের প্রধান ব্যবসা জ্বালানী তেলের। সেই সুবাধে সিরাজ মন্ডলের ছেলে তৌহিদুল মন্ডলের সাথে যৌথভাবে চোরাই জ্বালানী তেলের ব্যবসা করে কামিয়েছেন লাখ লাখ টাকা। রাজনৈতিকসহ বিভিন্ন কারণে এরই মধ্যে তার নামে হয়েছে হত্যাসহ ১১টি মামলা। অধিকাংশ মামলায়ই আঃ হান্নান ওরফে হান্নান প্রধান এজহার ভূক্ত আসামী। মামলার কারণে বিভিন্ন সময়ে একাধিক বার কারাবাসও করেছেন। একাধিক মামলার কারণে প্রায় তাকে পুলিশ প্রশাসনের ঝামেলায় পোহাতে হয়। প্রশাসনের চোখ ফাঁকি দিতে সে নিজে একটি পত্রিকার কার্ড সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার গাড়ী চালক, মাদক ব্যবসায়ীসহ কয়েক জন টাউট শ্রেনীর লোক গঠন করেছে জাতীয় সাংবাদিক সংস্থার সিদ্ধিরগঞ্জ থানা কমিটি। ঐ কমিটির সভাপতি পরিচয় দিয়ে আঃ হান্নান ওরফে হান্নান প্রধান দাবরিয়ে বেড়াচ্ছে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা।
যেসব মামলায় আসামী আঃ হান্নান ওরফে হান্নান প্রধান সেগুলো হল, সিদ্ধিরগঞ্জ থানার এফআইআর নং-৩৩ (২০/১০/২০১৪), এফআইআর নং-১২ (১২/৩/২০১৩), এফআইআর নং-২৯ (১৫/৯/২০০৬), এফআইআর নং-৩৫ (৩৩/৪/২০১৬), এফআইআর নং-১৪ (১১/৫/২০১৩), এফআইআর নং-১৫ (১১/৫/২০১৩), এফআইআর নং-৩২ (২৯/৫/২০০৯), এফআইআর নং-৯ (০৬/১/২০২০), এফআইআর নং-৭ (১৮/৫/২০২০), এফআইআর নং-৪২ (২০/৩/২০২০), এফআইআর নং-৩ (৩/৮/২০২০)।
এ বিষয়ে কথা হলে আঃ হান্নান ওরফে হান্নান প্রধান বলেন, আমি এখন জাতীয় অর্থনীতি পত্রিকায় আছি। আমার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মিথ্যা মামলা। তবে ১১টি মামলা থাকার কথা স্বীকার করেন তিনি বলেন, ১১টির মধ্যে ৮টি মামলাই খারিজ হয়ে গেছে। বর্তমানে একটি হত্যা মামলা ও ২টি মারামারি মামলা চলমান আছে।