স্টাফ রিপোর্টার:
পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতির মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের আবারও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য জানান।
এর আগে মো. সাহেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সাহেদের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
আব্দুল্লাহ আবু বলেন, দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামমঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে গেল ১০ আগস্ট সাহেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়েছিল।
চলতি বছরের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।