শহিদুল ইসলাম, গাজীপুর :
গাজীপুরের কালিয়াকৈর উপজলার একমাত্র সংবাদপত্রের এজেন্ট হরিপদ বণিক(৫৬) আর নেই। রবিবার ভোর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুতে কালিয়াকৈরে পত্রিকা পাঠকমহলে শোকের ছায়া নেমে আসে।
হরিপদ বণিকের বড় ছেলে তুষার বণিক জানান, উপজেলার সূত্রাপুর গ্রামের নিজ বাড়িতে রাতে হঠাত হার্ট স্ট্রোক করে অসুস্থ্য হয়ে পড়েন। এর কিছুক্ষন পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করন। হরিপদ বণিক উপজলার সূত্রাপুর গ্রামের মৃত কালিপদ বণিকের ছল। কালিয়াকৈর উপজেলায় বণিক স্টোর নামে একমাত্র পত্রিকা এজেন্ট ছিলেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা রোগে ভূগছিলেন।
পরলোগমনকালে তিনি স্ত্রী ,দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আতীয়স্বজন রেখে গেছেন।
হরিপদ বণিকর বড় ছল তুষার বণিক জানান, রবিবার দুপুরের দিকে সূত্রাপুর মহাশশ্মানে তার অর্ন্তক্রিস্টিয়া সম্পন করা হয়েছে। হরিপদ বণিকের মৃত্যুতে কালিয়াকৈর প্রেসক্লাবের সকল সাংবাদিক ও পাঠকগণ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।