অনলাইন ডেস্ক◊◊
সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী চাঁদাবাজ বাবুল ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিক নিশাণকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
রবিবার (২৯ অক্টোবর) ৫ টা ৩৪ মিনিটের সময় নিজস্ব ফেসবুক আইডি “Md Babul Hossain”
নামের এক ব্যক্তি স্ট্যাটাসে লিখেন ‘বেশি লাপাইনা তর দিন শেষ হবে’,ছিনতাইকারিকে ধরিয়ে দিন’ এমন কুরুচিপূর্ণ-অশ্লীল শব্দ ব্যবহার করে প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে সোনারগাঁ থানায় একটি জিডি প্রদান করা হয়। যাহার জিডি নং ১৩৯৮, তারিখ ৩০-১০-২০২৩।
এমন হুমকি প্রদর্শনের মাধ্যমে গণমাধ্যমের বিষয়টি দৃষ্টিগোচর হইলে, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সাংবাদিক নিশাণকে তথ্যটি তুলে ধরে অবহিত করার চেষ্টা করেন।
ইতিপূর্বে কাঁচপুর এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, নেশাখোর, একাধিক মামলার আসামি ও অবৈধ ফুটপাত চাঁদাবাজ বাবুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রাণনাশের হুমকি। এমনকি তিনি সহ তাঁর একাধিক বাহিনী নিয়ে সাংবাদিক নিশাণের পরিবারের খোঁজ খবর নিতে শুরু করেন। তাঁদের একটাই উদ্দেশ্য পথের কাটা দূর করতে হবে। তাঁদের অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে যেন সাংবাদিক নিশাণ দিন দিন তাঁদের চোঁখে শক্রুতা সৃষ্টি হয়। এমন ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক নিশাণ যেন দিন দিন আতঙ্কহীনতায় ভূগছেন।
এবিষয়ে সিনিয়র বিজ্ঞ একাধিক গণমাধ্যম কর্মী সাংবাদিক নিশাণের ব্যক্তিগত মুঠোফোন থেকে জানান, বাবুল হোসেন নামের সন্ত্রাসী ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং আইনী ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়েছে। এবং স্থানীয় পুলিশ প্রশাসনকেও বিষয়টি অবহিত করার আহবান করেন তারা।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমীর খসরু বলেন, আপনি সোনারগাঁ থানায় গিয়ে একটি জিডি প্রদান করুন। আমি সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলে দিচ্ছি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, আপনি থানায় এসে একটি জিডি প্রদান করুন। আমি বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।
Tags: ফেসবুক