এস.কে মাসুদ রানা:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন,দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়। সম্প্রতি আলেমদের মধ্যে একটি অংশ ইসলাম নিয়ে চক্রান্ত করছে। কিন্তু প্রকৃত আলেমগণ তাদের চক্রান্ত বাস্তবায়ন করতে দিবেনা। তিনি এ বিষয়ে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ মজিববাগ এলাকায় বাইতুর রহমান জামে মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনির্মিত মসজিদের মোতওয়াল্লী ও সভাপতি আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শামীম ওসমান আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় ৯০ ভাগ উন্নয়ন কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজগুলো অচিরেই সম্পন্ন করা হবে। নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানালে তিনি এতে সম্মতি দিয়েছেন। খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়সহ একটি মেডিক্যাল কলেজ নির্মাণ করা হবে।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, সাবেক সিদ্ধিরগঞ্জ পৌর প্রশাসক আব্দুল মতিন প্রধান, থানা যুবলীগের সভাপতি ও নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সির শাহজালাল বাদল, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: ওমর ফারুক, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, থানা কৃষকলীগের সাধারন সম্পাদক ইয়াছিন মিয়াসহ প্রমুখ।