মো:মুক্তার হোসেন,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূর মা বাদী হয়ে মোহনপুর থানায় মামলা করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার বাকশিমইল ইউনিয়নের মিরপুর গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী গত সোমবার বিকাল আনুমানিক ৫টার বাবার বাড়ী পাথালিয়া গ্রামে যাচ্ছি।
খাঁড়ইল তেতুঁলতলা মোড়ে পৌছালে মিরপুর গ্রামের আবুল কালামের ছেলে মিঠুন(২৫) গৃহবধুকে বিবাহের প্রলোভন দিয়ে ফুসলাইয়া সিএনজি যোগে অপহরণ করে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। গৃহবধূ বাবার বাড়িতে ফিরে আসলে বিষয়টি জানাজানি হয়।
বুধবার রাতে ওই গৃহবধূর মা বাদী হয়ে মোহনপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি) তে ভর্তি করা হয়েছে বলে জানিয়ে পুলিশ ।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ( ওসি) মোস্তাক আহম্মে বলে আসামী মিঠুনকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।