নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে শোকসভা ও মোমবাতি প্রজ্বলন করেছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ ‘এসএসপি,। গতকাল (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
উক্ত মোমবাতি প্রজ্বলন ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা এবং মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান আনোয়ার হোসেন অপু । সংগঠনের সভাপতি এস এমন সামছুল আলম নিক্সন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু, সাংগঠনিক সম্পাদক হাসান আলম সুমন, আর কে রিপন সহ বিভিন্ন সংগঠক এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, শুধু তদন্ত কমিটি গঠনই নয়, “প্রতিটি লঞ্চের অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ ফিটনেস ও অন্যান্য বিষয়ে গুরুত্ব দিতে হবে।রুট পারমিট দেয়া কিংবা ব্যবস্থাপনায় লঞ্চ মালিক, এবং সবপক্ষের যথেষ্ট স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং আহত – নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও প্রদান করতে হবে।”
সভায় বক্তারা দিনটিকে স্মরণ রাখার জন্য প্রতিবছর ২৪শে ডিসেম্বর বিআইডব্লিউটিএ এর কর্মবিরতি রেখে শোক পালন করা সহ , নিহত এবং আহত পরিবারের যথাযথ ক্ষতিপূরণের জোর দাবি জানান ।